বিটকয়েন প্রতারকচক্রের চার সদস্য আটক

২০ আগষ্ট, ২০২১ ০১:০২  
বগুড়ার দুপচাঁচিয়ায় বিটকয়েন প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। এরা হলেন- চক্রটির মূল হোতা ইসমাইল হোসেন ফিরোজ, রুহুল আমিন বিকাশ, মাসুদ রানা ও মাইনুল ইসলাম। বুধবার পোথাট্টি বাজার থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় লক্ষাধিক টাকা, কম্পিউটার ও প্রতারণার কাজে ব্যবহূত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানিয়েছেন, র‌্যাবের হাতে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।